Posts

Showing posts from 2019

জাতীয় পরিচয়পত্র/Nid Card হারানো/স্থানান্তরিত আবেদন এবং উত্তোলন এখন আরও সহজ!!!

Image
হারানো/ডুপ্লিকেট/স্থানান্তরিত Nid কার্ড  আবেদন/উত্তোলনের প্রক্রিয়া  জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন? কত টাকা এবং কি কি কাগজ লাগবে হারানো আইডি কার্ড তুলতে?   ১. হারানো/ডুপ্লিকেট কার্ড এখন থেকে Nid Web সাইটে প্রবেশ করে নিজেই রেজিস্ট্রেশন করে আবেদন করা যায় আর যাদের বুঝতে অসুবিধে হয় তারা নির্দ্দিষ্ট অফিসে গিয়ে স্বশরীরে জমা দিতে পারবেন।  ২. হারানো কার্ড তুলার ক্ষেত্রে:         1.  ফি-২৩০টাকা (১ম বার) ভ্যাট সহ (সার্ভিস চার্জ ৬ টাকা প্রযোজ্য)         2. ২য় বার আবেদনের ক্ষেত্রে ৩৪৫ টাকা ভ্যাট সহ (সার্ভিস চার্জ ৬ টাকা প্রযোজ্য)   (পরবর্তী একই আবেদনের ক্ষেত্রে পরবর্তীতে প্রতিবার ১০০(একশত) টাকা করে ফি যুক্ত হবে। ) বিঃদ্রঃ এখন থেকে হেড অফিস আগারগাঁও এ জরুরী ফি দিয়ে জরুরী ভিত্তিতে কার্ড তুলার নিয়ম নেই । আবেদনের সাথে যে সকল কাগজ পত্রাদি জমা দিতে হবে: 1. প্রথমত উপজেলা নির্বাচন অফিস হতে একটি ০৬ নং ফরম সংগ্রহ করে তা পূরণ পূর্বক মোবাইল নাম্বার উল্লেখ  স্বাক্ষর প্রদান করে জমা দিতে হবে। আবেদনের...

শীতে কিভাবে ত্বকের যত্ন নেবেন [] শীতে ত্বকের যত্নের টিপসঃ

Image
ঠান্ডা আবহাওয়া, শুষ্কতা এবং ত্বকের রুক্ষতার মাধ্যমে শীতের উপস্থিতি প্রকৃতি আমাদের জানান দেয়। এসময় ত্বক, ঠোট, চুলের রুক্ষতা বেড়ে যায়, হাত পা ফেটে যায় যা প্রায় অস্বস্থিকর। তাই তখন ত্বকএর জন্য বাড়তি যত্নবান হতে হয় । আমরা আপনাকে জানাচ্ছি ত্বক ও চুলের যত্নে কিছু কার্যকরী টিপস---- ১. ত্বকের যত্নঃ যারা সারাদিনের জন্য বাহিরে থাকেন তারা একটু ভারী ময়েশ্চরাইজার লাগিয়ে বের হবেন। তাহলে ত্বক ঘামবে না তাছাড়া শীতের ত্বক ফাটা হতেও রক্ষা পাবেন। অবশ্যই শোবার সময় ত্বকে ময়েশ্চরাইজার ব্যবহার করে শোবেন এবং ত্বক পরিস্কার রাখার চেষ্টা করবেন। অনেকেই শীতে প্রতিদিন গোসল করেন না এটা ঠিক নয় শীতে প্রতিদিন গোসল করার চেষ্টা করবেন এতে মনটা ফুরফুরা লাগবে। ২.ঠোটের যত্নঃ   ঠান্ডা বাতাসে আদ্রতা কমে যাওয়ার কারণে ঠোট বারবার ফেটে যায়। আবার মাঝে মাঝে ঠোটের চামড়া ওঠে আসে। তাই ঠোটকে সতেজ রাখতে ভালো মানের লিপজেল, ভ্যাসলিন যাতীয় ক্রিম সবসময় সঙ্গে রাখুন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। ঠোটের পুরাতন চামড়া তুলতে লেবুর রসের সাথে মধূ মিশিয়ে ঠোটে মাখতে পারেন এতে ডেড-সেল গুলো ওঠে আসবে। ৩.চুলের যত্নঃ  এ সময়...

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই----

Image
KOFE HAUJER SEI ADDATA AJ R NEI__মান্না দে. কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায় অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তারে ক্ষমা হায়।। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি যে লাখপতি স্বামী তার হীরে আর জহরতে আগাগোড়া মোরা সে, বাড়ি-গাড়ী সবকিছু দামী তার আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আকত আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দি সুজাটা বসে শুধু থাকতো। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোটে জ্বলত কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কবি কবি চেহারা কাধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা অফিসে সোস্যালে ম্যামেচার নাটকে রম...

Brokli kawar upokaritha

Image
কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায় সুস্থ থাকার জন্য কি কি করবেন? সালমান শাহ অভিনীত ছবির গান

ami sunechi sedim naki.........

Image
বাংলা আধুনিক গানের সম্ভার ''Ami sunechi sedin tumi-----Mousomi Vhoumic আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি লোনাবালির তীর ধরে বহুদুর বহুদুর হেটে এসেছ আমি কখনও যায়নি জলে কখনও ভাসিনী নীলে কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জঠিল ধাধা না বলা অনেক কথা, কথা তুলেছিলে কেন শুধু শুধু ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাচা নিজেকে নিয়ে যদি ভালবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বল কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে মানুষের বাচা মরা এখনও গোলাপ ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি আমি দু চোখের গাও ভরে শুন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে এসে আমি দু হাত ...

কি জ্বালা দিয়া গেলি মোরে----------

কি জালা দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরানের বন্ধুরে , না দেখিলে পরান পোড়ে কি দুঃখ দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরান পোড়ে না দেখিলে পরান পোড়ে না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, , ভিড়িয়ে রেশম ডরে, ভিড়িয়ে রেশম ডরে বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরেও . বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে কয়লা করে ধ্বনি, পহায়লো রজনী, কয়লা ,করে ধ্বনি, পহায়লো রজনী, না ডাকি ননদিনীর ডরে নারীর প্রেম গাছে , কি টানা কইরাছে, বস্র খসি খসি পড়ে কহে অস্কর আলী, সাধু শত জানি, কহে অস্কর আলী, সাধুশত জানি, উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে, ,,

কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়--

Image
আজকে আমরা জানব কি খাবার খেলে মোটা হওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক মোটা হওয়ার উপায় গুলো:- যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং সঠিক ভাবে নিয়মিত ভাল ঘুমাতে পারেন তবে আপনার স্বাস্থ্য মোটা হতে শুরু করবে। না ঘুমালে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারবে না, তাই রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ুন এবং বেশী রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার খাবার খান, সকালে ঘুম থেকে উঠেই এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। সকালে অধিক পরিমাণ খেতে পারেন তাহলে সারাদিনের এনার্জি ধরে রাখবে। আমিষ জাতীয় খাবার যেমন, মাছ, মাংস, দুধ, পনির, ডিম, ছোলা, ডাল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। ফাস্ট ফুড জাতীয় খাবার খেতে পারেন, সফট ড্রিংকস বা এনার্জি ড্রিংকস অথবা ফ্যাটি জাতীয় খাবার খেলে দ্রুত মোটা হবেন, তবে পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিলে বন্ধ করুন। ফ্যাটি খাবার যখন খাবেন তখন প্রচুর পানি পান করুন কারণ পানির বিকল্প কিছুই নেই। টেনশন মুক্ত থাকুক, রেগুলার ব্যায়াম করুন, ব্যায়াম করলে ক্ষুধা বাড়বে আর ক্ষুধা বাড়লে খেতে মন চাইবে। প্রচুর পরিমাণে ফলের রস খেতে হবে, ফলের রসে ক্যালরী পাওয়া...

Tomak chai sudu tomak chai R kichu Jibone..........

Image
Singer: Andraw Kihsore And Kanak chapa ছায়াছবিঃ তোমাকে চাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা নাই পাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই বাধন হারা মনটা আমার শাসন-বারণ মানে না তোমারই প্রেমে পাগল পরাণআর কিছু তো জানে না চোখের স্বপন তুমি বুকের কাপন তুমি কতো আপন তুমি জানা নাই, নাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই আর কিছু জীবনে পাই বা না পাই আর কিছু জীবনে পাই বা না পাই সারাটি জীবন, ছায়ার মতন আমার পাশে থাকো না বুকের ঘরে, যতন করে আমাকে তুমি রাখো না আমার জীবন তুমি আমার মরণ তুমি কতো আপন তুমি জানা নাই, না তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন   কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়--  

সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে...

Image
সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে (২) ও সাথীরে........ সাথীরে..... সাথীরে..... সাথীরে..... সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে রাখবো তোমায় দুটি চোখের তারাতে দেবোনা যে তোমায় কভু হারাতে বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ তেম্নি তুমি থেকো বুকে আমার জান সাথী তুমি আমার জীবণে সাথী তুমি আমার মরণে ও ও ও ও ..... ও ও ও ও...... তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে সারা মনে প্রেমের ফাগুন হাওয়া যে..... তোমায় পেয়ে পেলাম সারা দুনিয়া চিরোদিনি তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে ও সাথীরে.... সাথীরে.... সাথীরে.... সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে........  [Salman-Sabnur] আরও জনপ্রিয় গান শুনতে এখানে  Click করুন  সখি গো আমার মন ভালা না  

সখী গো...... ও আমার মন ভালা না, sokhi go..... o amar mon vala na

Image
      Singer: Sultana Easmin Laila আখ ক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, হায়রে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস । সখী গো.......ও আমার মন ভালা না কালার সাথে প্রিরিত কইরা সুখ পাইলাম না সখী গো..... ও আমার মন ভালা না (২) এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া ঐ বারি লাগায়। সখী গো...... ও আমার মন ভালা না যেই নারী গোসল দিয়া চুল দিলো ঝাড়া, হায়রে যেই নারী গোসল দিয়া চুল দিলো ঝাড়া। এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া সখী গো.....ও আমার মন ভালা না (২) এক জাতের নারী আছে লম্বা কালো চুল, হায়রে এক জাতের নারী আছে লম্বা কালো চুল। সেই নারী ঘরে ফুটায় বছর বছর ফুল। হায়রে পিরিত রতন পিরিত যতন পিরিত বড়ই ল্যাড়া (৪) হায়রে পিরিত কইরা মইরা গেছে ময়মনসিংহের বেডা। সখী গো.... ও আমার মন ভালা না । (২) আখ ক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, হায়রে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস । সখী গো.......ও আমার মন ভালা না কালার সাথে প্রিরিত কইরা সুখ পাইলাম না সখী গো..... ও আমার মন ভালা না (২) জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

প্রতিদিন সুস্থ থাকার জন্য যা যা করলে ভাল হয়:-

Image
1. দৈনিক একটি করে আপেল খান,      ডাক্তারের কাছে যেতে হবে না।   2.দৈনিক ৫টি করে বাদাম খান,     ক্যান্সারে কোনো আশংকা থাকবে না। 3.দৈনিক একটি করে লেবু খান,    শরীরে কোন ফ্যাট থাকবে না। 4.দৈনিক এক গ্লাস করে খাটি গরুর দুধ খান,    ত্বকের কোনো সমস্যা হবে না। 5.দৈনিক ৪টি করে খেজুর খান,    শরীর কখনো দুর্বল হবে না। 6.দৈনিক ৪৫ মিনিট ব্যায়াম করুন,    মনে কোনো টেনশন থাকবে না। 7.দৈনিক ৮ ঘন্টা ঘুমান,    সতেজ থাকুক আর আনন্দে থাকুক।                                                   [সংগৃহীত]  কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়--   জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া

Image
গানের নামঃ ওরে নীল দরিয়া কন্ঠঃ প্রয়াত আব্দুল জব্বার--সুরকারঃ আলম খান--গীতিকারঃ মুকুল চৌধুরী ছায়াছবিঃ সারেং বউ ""ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দুরে থুইয়া, মরি আমি ধড়-ফড়াইয়া,রে দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধূয়া হায়রে কি জানি কি করে ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ভিড়াইয়া বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া ওরে সাম্পানের নাইয়া হইয়া আমি দেশান্তরী দেশ-বিদেশে ভিড়াই তরী,রে নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে বন্দরে বন্দরে আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে সারেঙ বাড়ির ঘরে এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা একলা ঘরে মন বধূয়া আমার আমার রইছে পন্থ চাইয়া ওরে নীল দরিয়া...আ..........""   Click জীবন মানেই তো যন্ত্রনা-বাউল সালাম

জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না............

Image
 পাঠালেন যে নিয়তি.......                             তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না।। জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না।। জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধয় শেষ হবে না।। জীবনে আসে কত ভাল আর মন্দ, জীবনে আসে কত দ্বিধা আর দন্ধ জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধয় শেষ হবে না।।। একটি জীবন করে অন্যটির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালবাসা মনের আশা মনে রইল, কেন জানিনা জীবন মানেই তো যন্ত্রনা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না।। জীবণ টারে দিতে গিয়ে, প্রেমেরই ফাগুন বিনিময়ে পেয়েছি গো বুক ভরা আগুন কয় সালামে তিলে তিলে আর মারিস না জীবন মানেই তো যন্ত্রণা  বেচে থাকতে বোধয় শেষ হবে না।। পাঠালেন যে নিয়তি....... তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না।। জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না।।           ...

কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার............

Image
কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো......... কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। যার জন্য ঘর বানাইলাম সে রাখল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে।। প্রানটা আমার ছটপট করে বুকে হাহাকার, ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। শিকল কাটা পাখির মত উড়িয়া যে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো।। জাতের কুলে দাগ লাগাইলো জাতের কুলে কালি দিল কান্না হইল সার,, ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। যার জন্য সব হারাইলাম সেই রাখলো না মনে, কার জন্য যে এত ব্যথা সইলাম এ জীবনে।। কেদে কয় জীবন দেওয়ানে সুখের জীবন তার.....। ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়

Image
কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায় তুমি ভূলে যাবে আমায় আমি প্রজাপতি আকা এই চিঠিটি পেয়েছি আমি চেয়েছি তুমাকে এই চিঠিটি চেয়েছি মন ভেঙ্গে পড়ে ব্যথায় কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায় এত বড় পৃথীবিতে তুমি ছাড়া আমি একা  আমি বাচবো কি করে গো ও ও ও না পেলে তুমার দেখা কেন নেবে তুমি বিদায় কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায় [শিল্পী: দেবাশীষ দাস গুপ্ত]