ami sunechi sedim naki.........
বাংলা আধুনিক গানের সম্ভার
''Ami sunechi sedin tumi-----Mousomi Vhoumic
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুয়ে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি
লোনাবালির তীর ধরে বহুদুর বহুদুর হেটে এসেছ
আমি কখনও যায়নি জলে কখনও ভাসিনী নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জঠিল ধাধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু শুধু ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
বল কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাচা মরা এখনও গোলাপ ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
আমি দু চোখের গাও ভরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি।
আরও গান শুনতে একানে ক্লিক করুন_ Ki Jala Dia geli more......
Comments
Post a Comment
thanks for visit