সখী গো...... ও আমার মন ভালা না, sokhi go..... o amar mon vala na

সখী গো...... ও আমার মন ভালা না, sokhi go o amar mon vala na

 

 

 

Singer: Sultana Easmin Laila

আখ ক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ,
হায়রে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস ।
সখী গো.......ও আমার মন ভালা না
কালার সাথে প্রিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো..... ও আমার মন ভালা না (২)

এক জাতের নারী আছে শুধুই পান খায়,
এই বাড়ির কথা লইয়া ঐ বারি লাগায়।
সখী গো...... ও আমার মন ভালা না

যেই নারী গোসল দিয়া চুল দিলো ঝাড়া,
হায়রে যেই নারী গোসল দিয়া চুল দিলো ঝাড়া।
এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া
সখী গো.....ও আমার মন ভালা না (২)

এক জাতের নারী আছে লম্বা কালো চুল,
হায়রে এক জাতের নারী আছে লম্বা কালো চুল।
সেই নারী ঘরে ফুটায় বছর বছর ফুল।

হায়রে পিরিত রতন পিরিত যতন পিরিত বড়ই ল্যাড়া (৪)
হায়রে পিরিত কইরা মইরা গেছে ময়মনসিংহের বেডা।
সখী গো.... ও আমার মন ভালা না । (২)

আখ ক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ,
হায়রে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস ।
সখী গো.......ও আমার মন ভালা না
কালার সাথে প্রিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো..... ও আমার মন ভালা না (২)

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

Comments

Popular posts from this blog

নির্বাচন কমিশন বিষয়ক কয়েকটি mcq প্রশ্ন

জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না............