কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়

কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়
কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়
তুমি ভূলে যাবে আমায়
আমি প্রজাপতি আকা
এই চিঠিটি পেয়েছি
আমি চেয়েছি তুমাকে
এই চিঠিটি চেয়েছি
মন ভেঙ্গে পড়ে ব্যথায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়
এত বড় পৃথীবিতে
তুমি ছাড়া আমি একা 
আমি বাচবো কি করে গো ও ও ও
না পেলে তুমার দেখা
কেন নেবে তুমি বিদায়
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়

[শিল্পী: দেবাশীষ দাস গুপ্ত]

Comments

Popular posts from this blog

নির্বাচন কমিশন বিষয়ক কয়েকটি mcq প্রশ্ন

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া

জাতীয় পরিচয়পত্র/Nid Card হারানো/স্থানান্তরিত আবেদন এবং উত্তোলন এখন আরও সহজ!!!