National ID Card এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তর করবেন যেভাবে।।।

আজ আমরা আলোচনা করব জাতীয় পরিচয়পত্র এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তর করবেন কিভাবে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন প্রয়োজনে চাকুরী, ব্যবসা, পিতার মাতার চাকুরী, বিবাহ সহ অন্যান্য অনেক কারণে নিজ এলাকার বাহিরে অর্থাৎ অন্য স্থানে ভোটার হয়েছি। স্পষ্ট ভাবে যাকে বুঝায় আপনি সে এলাকার ঠিকানায় আইডি কার্ড পেয়েছেন। তাই আপনি যখন নিজ এলাকায় (উপজেলায়) বসবাস করতে শুরু করেছেন তখন আপনার বিভিন্ন প্রয়োজনে অর্থাৎ ভোট প্রদান, ব্যাংকে একাউন্ট খোলা, ছেলে-মেয়েদের ভর্তি করানো, জমি কেনাবেচাসহ বিভিন্ন দাপ্তরিক ও অন্যান্য কারনে নিজ এলাকার ভোটার হওয়ার বা নিজ ঠিকানায় আইডি করার প্রয়োজন পড়ে। তাই অনেকেই নিজ এলাকার ঠিকানায় নতুন করে নিবন্ধন করে ভোটার হওয়ার জন্য উদ্ধুত হয়ে পড়েন, একেত্রে যা হয় আপনার পূর্বের একটি আইডি কার্ড থাকার কারণে দুটো কার্ডই আপনার ডুপ্লিকেট হয়ে একটি অথবা ক্ষেত্র বিশেষে দুটো কার্ডই বাতিল হয়ে যায়। তাই আপনার উচিত হবে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে যাবতীয় তথ্য জেনে আপনার আইডি কার্ডটি স্থানান্তর করে নিয়ে আসা এবং এটি ই হল সঠিক সিদ্ধান্তঃ
*** তার আলোকে আমরা আপনাকে ধারণা দেব কিভাবে সেই কার্যক্রম সম্পন্ন করবেন------------
1. প্রথমেই আপনাকে নিজ উপজেলা নির্বাচন অফিসে মূল আইডি কার্ড নিয়ে যোগাযোগ করতে হবে।
2. সংশ্লিষ্ট অফিস হতে একটি ১৩নং স্থানান্তর ফরম সংগ্রহ করে সুস্পষ্ট ভাবে পূরণ করে সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার/কমিশনার/মহিলা মেম্বার/কমিশনার এর স্বাক্ষর(সত্যায়ন) করে নিম্নে উল্লেখিত কাগজপত্রাদিসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দান করতে হবে।
১. বাড়ি/বাসার টেক্স রশিদ (পৌরসভা/ইউনিয়ন/সিটিকর্পোরেশন ) সংগ্রৃহীত।
২. বাড়ি ভাড়ার রশিদ (যদি থাকে)
৩. ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান প্রত্যয়নপত্র বা পরিচয়পত্র
৪. বিদ্যুৎ বিলের কপি
৫. আবেদনকারীর আইডি কার্ডের ফটোকপি।
2. সংশ্লিষ্ট অফিস হতে একটি ১৩নং স্থানান্তর ফরম সংগ্রহ করে সুস্পষ্ট ভাবে পূরণ করে সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার/কমিশনার/মহিলা মেম্বার/কমিশনার এর স্বাক্ষর(সত্যায়ন) করে নিম্নে উল্লেখিত কাগজপত্রাদিসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দান করতে হবে।
১. বাড়ি/বাসার টেক্স রশিদ (পৌরসভা/ইউনিয়ন/সিটিকর্পোরেশন ) সংগ্রৃহীত।
২. বাড়ি ভাড়ার রশিদ (যদি থাকে)
৩. ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান প্রত্যয়নপত্র বা পরিচয়পত্র
৪. বিদ্যুৎ বিলের কপি
৫. আবেদনকারীর আইডি কার্ডের ফটোকপি।
৬. ঐ ঠিকানায় বসবাস করে আপনার নিকটতম কারও এনআইডি কপি
উপরে উল্লেখিত কাগজপত্রাদি বা প্রমাণাদি সহ আবেদন ফরম পূরণ পূর্বক উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
বি:দ্র: জেনে রাখা ভাল (১) স্থানান্তর আবেদন এর ক্ষেত্রে কোন প্রকার ফি জমা দিতে হয় না কেউ সেটা দাবি করলে সংশ্লিষ্ট অফিসারকে অবহিত করবেন। (২) স্থানান্তর আবেদন করলে শুধু মাত্র আপনার আইডি কার্ডের ঠিকানা ডাটাবেইজে স্থানান্তর/সংশোধন হইবে কিন্তু আইডি কার্ড পাওয়া যাবে না । স্থানান্তরিত ঠিকানাই আইডি কার্ড পেতে হলে পুনরায় ডুপ্লিকেট কার্ড প্রাপ্তির জন্য নির্দিষ্ট ফি ব্যাংকে জমা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে ।
কোন মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানান।
কিভাবে ডুপ্লিকেট কার্ড তুলবেন এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের এই লিংকে ক্লিক করুন।
উপরে উল্লেখিত কাগজপত্রাদি বা প্রমাণাদি সহ আবেদন ফরম পূরণ পূর্বক উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
বি:দ্র: জেনে রাখা ভাল (১) স্থানান্তর আবেদন এর ক্ষেত্রে কোন প্রকার ফি জমা দিতে হয় না কেউ সেটা দাবি করলে সংশ্লিষ্ট অফিসারকে অবহিত করবেন। (২) স্থানান্তর আবেদন করলে শুধু মাত্র আপনার আইডি কার্ডের ঠিকানা ডাটাবেইজে স্থানান্তর/সংশোধন হইবে কিন্তু আইডি কার্ড পাওয়া যাবে না । স্থানান্তরিত ঠিকানাই আইডি কার্ড পেতে হলে পুনরায় ডুপ্লিকেট কার্ড প্রাপ্তির জন্য নির্দিষ্ট ফি ব্যাংকে জমা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে ।
কোন মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানান।
কিভাবে ডুপ্লিকেট কার্ড তুলবেন এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের এই লিংকে ক্লিক করুন।
ডুপ্লিকেট আইডি কার্ড বা হারানো কার্ড যেভাবে তুলবেন
Smart ID Card হারিয়ে গেলে কি করবেন!!!
এই গানের সম্পূর্ণ লিরিক্স দেখতে এখানে ক্লিক করুন
Ami sunechi Sedin naki tumi tumi গানের লিরিক্স
যেখানে সীমান্ত তুমার সেখানে বসন্ত আমার-লিরিক্স-কুমার বিশ্বজিৎ
Click কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই গানের লিরিক্স
Comments
Post a Comment
thanks for visit