Smart ID Card হারিয়ে গেলে কি করবেন!!!
বর্তমান নির্বাচন কমিশন হাই টেকনোলজির সাথে তাল মিলিয়ে সর্বত্র ব্যবহার যোগ্য লেমিনেটেড কার্ডের পরিবর্তে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করতেছে যা ৩ (তিন)টি স্তরে ২৫টি নিরাপত্তা বেষ্টিত, এবং রয়েছে ১০ ডিজিটের একটি ইউনিক নাম্বার। প্রদানকৃত স্মার্ট কার্ডটি উচ্চ মানের পলি কার্বনেট দিয়ে তৈরী যার ২৫৬ কিলোবাইটের মেমরী রয়েছে যা প্রতিদিন ২৮ বার করে প্রায় ১০ বছর রিড করানোর সক্ষমতা সম্পন্ন। এর মূল তিন টি বৈশিষ্ট হল ইহাতে রয়েছে একটি চিপ, বারকোড, মেশিন রিডেবল MRZ যা রিড করানোর মাধ্যমে জানা যাবে কার্ডে বিদ্যমান থাকা আপনার ২৮টি তথ্য। সেই কার্ড যাতে হারিয়ে না যায় সেজন্য গুরুত্ত্বের সাথে যত্ন করে ববহার করা দরকার।
তার পরেও যদি স্মার্ট আইডি কার্ড হারিয়ে যায় তাহলে আপাতত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য যা করবেন। হারানো কার্ড উত্তোলনের আবেদন করে একটি লেমিনেটেড কার্ড সংগ্রহ করবেন যা দিয়ে সকল কাজ করতে পারবেন।
১. স্মার্ট কার্ড হারিয়ে যাওয়ার পরপরই উচিত আপনাকে নিকস্থ থানায় জিডি করা।
২. উপজেলা নির্বাচন অফিসে গিয়ে হারানো কার্ড উত্তোলনের জন্য নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করবেন।
৩. একেত্রে হারানো কার্ডের জন্য যা যা লাগবে তা উপজেলা নির্বাচন অফিস থেকে জেনে নিবেন। ***তাছাড়া হারানো কার্ড উত্তোলনের জন্য কিভাবে আবেদন করা যায় তার বিস্তারিত আলোচনা নিচের লিংকে দেয়া আছে।
বিশেষ দ্রষ্টব্যঃ স্মার্ট কার্ড হারিয়ে গেলে হারানো কার্ড এর জন্য আবেদন করার আপনি আপাতত স্মার্ট কার্ড পাচ্ছেন না একেত্রে আপনাকে লেমিনেটেড কার্ড প্রদান করা হবে। কারণ আপাতত কমিশনের ২য় বার স্মার্ট দেওয়ার ব্যপারে অফিসিয়াল নির্দেশনা নেই তবে সমগ্র বাংলাদেশে সবার হাতে কার্ড পৌছে দেওয়ার পরবর্তীতে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে।
***তাই স্মার্ট কার্ডটি যত্ন সহকারে ব্যবহার করুন ইহা আপনার এবং সরকারের সম্পত্তি। এবং কারও কার্ড কুড়িয়ে পেলে নিকস্থ থানা অথবা পোষ্ট অফিসে জমা দিন।
হারানো কার্ড উত্তোলনের সামগ্রিক প্রক্রিয়া এখানে ক্লিক করে জানতে পারবেন- জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে ডুপ্লিকেট কার্ড তুলবেন ।।
হারানো কার্ড উত্তোলনের সামগ্রিক প্রক্রিয়া এখানে ক্লিক করে জানতে পারবেন- জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে ডুপ্লিকেট কার্ড তুলবেন ।।
Comments
Post a Comment
thanks for visit