দুটি মন আর নেই দুজনার-লিরিক্স!!!

 দুটি মন আর নেই দুজনার-শিল্পী>চিত্রা সিং

দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হব যে।
ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে।।
দুটি মন আর নেই দুজনার ।

ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না।।
আমাদের মিতালী মায়াতে
কানে কানে কত কথা কব যে,
দুটি মন আর নেই দুজনার।

শুকতারা বলে আমি আছি তাই
দিশাহারা হতে আর ভয় কি।।
পাছে ঘুম ঝড়ে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রব যে,
দুটি মন আর নেই দুজনার-----
দুটি মন আর নেই দুজনার

Comments

Popular posts from this blog

নির্বাচন কমিশন বিষয়ক কয়েকটি mcq প্রশ্ন

জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না............