নির্বাচন কমিশন বিষয়ক কয়েকটি mcq প্রশ্ন
বাংলাদেশ নির্বাচন কমিশন সংক্রান্ত তথ্যাদিঃ
১) নির্বাচন কমিশন গঠিত হয় কোন সালে? ১৯৭২ সাল।
২) প্রথম প্রধান নির্বাচন কমিষনার কে? মোঃ ইদ্রিস।
৩) স্বাধীন নির্বাচন কমিশনের যাত্রা শুরু হয় কবে? ৫ মার্চ ২০০৮।
৪) বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে, কততম এবং দায়িত্ব গ্রহন করে কবে? কে.এম. নুরুল হুদা, ১২ তম, ১৫ ফেব্রু ২০১৭।
৫) জাতীয় সংসদীয় নির্বাচনের আসন সংখ্যা কয়টি? ৩০০
৬) সংসদীয় আসনের ১ম ও ৩০০তম আসন কোনটি?
১ম আসন- পঞ্চগড় ১ এবং
৩০০তম আসন- পার্বত্য বান্দরবান
৭) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়- ১৯৯৫।
৮) দেশে ১ম বারের মত ভোটার দিবস পালন হয়- ১মার্চ, ২০১৯ সাল।
৯) সংবিধানের কত অনুচ্ছেদে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তর যোগ্যতার কথা উল্লেখ আছে? ১২২ অনুচ্ছেদ।
১০) সংবিধানের কত অনুচ্ছেদে প্রতিটি এলাকার জন্য ভোটার তালিকা তৈরির কথা উল্লেখ আছে? ১২১ নং অনুচ্ছেদ।
১১) প্রথম নারী নির্বাচন কমিশনার কে? কবিতা খানম
১২) প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়? ৮ এপ্রিল ১৯৭৩
১৩) প্রথম সংসদিয় আসন বিন্যাস হয়- ১৯৭৩ সালে।
১৪) সংসদীয় আসনের সীমানা নির্ধারন করা হয় কোন পদ্ধতিতে - GIS পদ্ধতি।
১৫) বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ৭ মার্চ ১৯৭৩ সাল।
১৬) প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার হয়- নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮!
১৭) একাদশ জাতীয় সংসদ নির্বাচন মোট ভোটার সংখ্যা? ১০,৪১,৯০,৫৭৩ জন।
১৮) প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত - ১৯৮৫
১৯)পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়- ২০১৯, ৪৯২টি উপজেলা।
২০) প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়? ১১-৩০ ডিসেম্বর, ১৯৭৩ সাল।
২১) প্রথম ইভিএম ভোট নেওয়া হয়- ১৭ জানুয়ারি, ২০১০ চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭৯ টি বুথে।
২২) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএম ব্যবহার হয়? ৬টি আসনে।
২৩) দেশে প্রথম ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়, কোথায়? ২০০৭ সালের ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরি সংসদ নির্বাচনে।
২৪) বাংলাদেশে ইভিএম এর উদ্ভাবক- প্রকৌশলী ড. এস এম লুৎফর কবীর।
২৫) প্রথম ভোটার তালিকা প্রনয়ণ করা হয়- ৩০ জানুয়ারি ১৯৭৩ সাল।
২৬) ২০২১ ভোটার দিবসের প্রতিবাদ্য- বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়।।
২৭) বর্তমান সচিব- মোঃ হুমায়ুন কবীর খোন্দকার!
২৮) Nid এর স্মার্ট কার্ড কোন দেশের তৈরি? ফ্রান্স
২৯) স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু হয়- ৩ অক্টোবর, ২০১৬!
৩০) জাতীয় পরিচয় পত্রের মেয়াদ- ১৫ বছর।
৩১) জাতীয় পরিচয় পত্র প্রচলন শুরু হয়- ২২ জুলাই ২০০৮ সাল থেকে।।
৩২) বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চালু হয়- ২০০৮
৩৩) স্মার্ট কার্ডে সংযুক্ত আছে- আইসিসি বা চিপ কার্ড
বিদ্রঃ কোন প্রশ্ন বা উত্তর নিয়ে সংশয় থাকলে নিজ প্রচেষ্টায় সঠিকতা যাচাই করে নিবেন এবং সঠিক তথ্য শেয়ারের করবেন।।
https://www.blogger.com/blog/post/edit/2119462760212779892/5122710082092344271
***বিভিন্ন চাকুরী পরীক্ষায় আসা কম্পিউটার বিষয়ক প্রশ্ন গুলো দেখতে এখানে ক্লিক করুন
Comments
Post a Comment
thanks for visit