Posts

Showing posts from 2020

#মোহাম্মদের নাম জপে ছিলি_ইসলামী সঙ্গীত

Image
#মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই আগে।। মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কন্ঠের গান এমন মধুর লাগে । । #ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুইয়েছিলি (২বার) তার কদমের খোশবু আজ ও তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি-------------- #মোর নবীরে লুকিয়ে দেখে তাঁর পেশানীর জ্যোতি মেখে (২বার) ওরে ও চাঁদ, রাঙ্গলী কি তুই গভীর  অনুরাগে। । মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই ---------------- #ওরে ভ্রমর, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, (২) গুনগুনিয়ে সেই খুশী কি জানাস রে গুলবাগে ।। মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই---------------------

কে বাশি বাজায় রে_ মন কেন নাচায় রে।।।

Image
কে বাশি বাজায় রে গানের------লিরিক্স লাকি আকন্দ_ছবি: ঘুড্ডি কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রান যে মানে না  কিছুই ভালো লাগে না ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি সে যে হৃদয় কখন করলো হরণ কিছুই জানি না আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোন কাজে নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোন কাজে সে যে চুপিসারে আমায় কেন দেখেও দেখে না

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়---গানের লিরিক্স

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়---গানের লিরিক্স এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে আমায় ভরালে গো বন্ধু ।। বাতাশের কথা সে তো কথা নয় রুপ কথা ঝড়ে তার বাশিতে আমাদের ও মুখে কোন কথা নেই শুধু দুটি আখি ভরে রাখে হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়ত তখন তুমি বলবে। কোন মালা গেথে গলে পরালে গো বন্ধুু।।

দুটি মন আর নেই দুজনার-লিরিক্স!!!

Image
 দুটি মন আর নেই দুজনার-শিল্পী>চিত্রা সিং দুটি মন আর নেই দুজনার রাত বলে আমি সাথী হব যে। ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে।। দুটি মন আর নেই দুজনার । ফুল বলে রঙে আর ছেও না পাখি বলে আর গান গেও না।। আমাদের মিতালী মায়াতে কানে কানে কত কথা কব যে, দুটি মন আর নেই দুজনার। শুকতারা বলে আমি আছি তাই দিশাহারা হতে আর ভয় কি।। পাছে ঘুম ঝড়ে পড়ে দুচোখে হাসি মুখে তাই জেগে রব যে, দুটি মন আর নেই দুজনার----- দুটি মন আর নেই দুজনার

যেখানে সীমান্ত তুমার সেখানে বসন্ত আমার!!!লিরিক্স

Image
যেখানে সীমান্ত তুমার-শিল্পীঃ কুমার বিশ্বজিৎ   যেখানে সীমান্ত তুমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে!! হাজার ফুলে ছেয়েছ যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা তোমার মনের নীরব ভাষা সেও তো আ্মার আছে জানা আমিতো চাইনা তোমার এ দ্বিধা ভেঙ্গে দাও কাচেঁরই বাঁধা সীমার বাধঁন ছিড়ে তুমি ধরা দাও আমারই কাছে।। ঝড়ের দিনে খুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলোর জোয়ার এনে আমি চাই তারে দিতে আসা তুমি কি চাওনা সোনালী দিনে সোনালী সুখেরই সারা কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে।। Click দুটি মন আর নেই দুজনার গানের লিরিক্স

Smart ID Card হারিয়ে গেলে কি করবেন!!!

Image
বর্তমান নির্বাচন কমিশন হাই টেকনোলজির সাথে তাল মিলিয়ে সর্বত্র ব্যবহার যোগ্য লেমিনেটেড কার্ডের পরিবর্তে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করতেছে যা ৩ (তিন)টি স্তরে ২৫টি নিরাপত্তা বেষ্টিত, এবং রয়েছে ১০ ডিজিটের একটি ইউনিক নাম্বার। প্রদানকৃত স্মার্ট কার্ডটি উচ্চ মানের পলি কার্বনেট দিয়ে তৈরী যার ২৫৬ কিলোবাইটের মেমরী রয়েছে যা প্রতিদিন ২৮ বার করে প্রায় ১০ বছর রিড করানোর সক্ষমতা সম্পন্ন। এর মূল তিন টি বৈশিষ্ট হল ইহাতে রয়েছে একটি চিপ, বারকোড, মেশিন রিডেবল MRZ যা রিড করানোর মাধ্যমে জানা যাবে কার্ডে বিদ্যমান থাকা আপনার ২৮টি তথ্য। সেই কার্ড যাতে হারিয়ে না যায় সেজন্য গুরুত্ত্বের সাথে যত্ন করে  ববহার করা দরকার। তার পরেও যদি স্মার্ট আইডি কার্ড হারিয়ে যায় তাহলে আপাতত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য যা করবেন। হারানো কার্ড উত্তোলনের আবেদন করে একটি লেমিনেটেড কার্ড সংগ্রহ করবেন যা দিয়ে সকল কাজ করতে পারবেন।     ১. স্মার্ট কার্ড হারিয়ে যাওয়ার পরপরই উচিত আপনাকে নিকস্থ থানায় জিডি করা।     ২. উপজেলা নির্বাচন অফিসে গিয়ে হারানো কার্ড উত্তোলনের জন্য নির্দিষ্ট ফ...

National ID Card এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তর করবেন যেভাবে।।।

Image
আজ আমরা আলোচনা করব জাতীয় পরিচয়পত্র এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তর করবেন কিভাবে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন প্রয়োজনে চাকুরী, ব্যবসা, পিতার মাতার চাকুরী, বিবাহ সহ অন্যান্য অনেক কারণে নিজ এলাকার বাহিরে অর্থাৎ অন্য স্থানে ভোটার হয়েছি। স্পষ্ট ভাবে যাকে বুঝায় আপনি সে এলাকার ঠিকানায় আইডি কার্ড পেয়েছেন। তাই আপনি যখন নিজ এলাকায় (উপজেলায়) বসবাস করতে শুরু করেছেন তখন আপনার বিভিন্ন প্রয়োজনে অর্থাৎ ভোট প্রদান, ব্যাংকে একাউন্ট খোলা, ছেলে-মেয়েদের ভর্তি করানো, জমি কেনাবেচাসহ বিভিন্ন দাপ্তরিক ও অন্যান্য কারনে নিজ এলাকার ভোটার হওয়ার বা নিজ ঠিকানায় আইডি করার প্রয়োজন পড়ে। তাই অনেকেই নিজ এলাকার ঠিকানায় নতুন করে নিবন্ধন করে ভোটার হওয়ার জন্য উদ্ধুত হয়ে পড়েন, একেত্রে যা হয় আপনার পূর্বের একটি আইডি কার্ড থাকার কারণে দুটো কার্ডই আপনার ডুপ্লিকেট হয়ে একটি অথবা ক্ষেত্র বিশেষে দুটো কার্ডই বাতিল হয়ে যায়। তাই আপনার উচিত হবে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে যাবতীয় তথ্য জেনে আপনার আইডি কার্ডটি স্থানান্তর করে নিয়ে আসা এবং এটি ই হল সঠিক সিদ্ধান্তঃ *** তার আলোকে আমরা আপনাকে ধারণা দেব কিভ...