এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়---গানের লিরিক্স
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়---গানের লিরিক্স
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।।
আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
জানি কোন সুরে
আমায় ভরালে গো বন্ধু ।।
বাতাশের কথা সে তো কথা নয়
রুপ কথা ঝড়ে তার বাশিতে
আমাদের ও মুখে কোন কথা নেই
শুধু দুটি আখি ভরে
রাখে হাসিতে
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়ত তখন তুমি বলবে।
কোন মালা গেথে গলে
পরালে গো বন্ধুু।।
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।।
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।।
আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
জানি কোন সুরে
আমায় ভরালে গো বন্ধু ।।
বাতাশের কথা সে তো কথা নয়
রুপ কথা ঝড়ে তার বাশিতে
আমাদের ও মুখে কোন কথা নেই
শুধু দুটি আখি ভরে
রাখে হাসিতে
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়ত তখন তুমি বলবে।
কোন মালা গেথে গলে
পরালে গো বন্ধুু।।
Comments
Post a Comment
thanks for visit