Posts

Showing posts from November, 2019

Tomak chai sudu tomak chai R kichu Jibone..........

Image
Singer: Andraw Kihsore And Kanak chapa ছায়াছবিঃ তোমাকে চাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা নাই পাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই বাধন হারা মনটা আমার শাসন-বারণ মানে না তোমারই প্রেমে পাগল পরাণআর কিছু তো জানে না চোখের স্বপন তুমি বুকের কাপন তুমি কতো আপন তুমি জানা নাই, নাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই আর কিছু জীবনে পাই বা না পাই আর কিছু জীবনে পাই বা না পাই সারাটি জীবন, ছায়ার মতন আমার পাশে থাকো না বুকের ঘরে, যতন করে আমাকে তুমি রাখো না আমার জীবন তুমি আমার মরণ তুমি কতো আপন তুমি জানা নাই, না তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন   কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়--  

সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে...

Image
সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে (২) ও সাথীরে........ সাথীরে..... সাথীরে..... সাথীরে..... সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে রাখবো তোমায় দুটি চোখের তারাতে দেবোনা যে তোমায় কভু হারাতে বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ তেম্নি তুমি থেকো বুকে আমার জান সাথী তুমি আমার জীবণে সাথী তুমি আমার মরণে ও ও ও ও ..... ও ও ও ও...... তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে সারা মনে প্রেমের ফাগুন হাওয়া যে..... তোমায় পেয়ে পেলাম সারা দুনিয়া চিরোদিনি তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে ও সাথীরে.... সাথীরে.... সাথীরে.... সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে........  [Salman-Sabnur] আরও জনপ্রিয় গান শুনতে এখানে  Click করুন  সখি গো আমার মন ভালা না  

সখী গো...... ও আমার মন ভালা না, sokhi go..... o amar mon vala na

Image
      Singer: Sultana Easmin Laila আখ ক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, হায়রে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস । সখী গো.......ও আমার মন ভালা না কালার সাথে প্রিরিত কইরা সুখ পাইলাম না সখী গো..... ও আমার মন ভালা না (২) এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া ঐ বারি লাগায়। সখী গো...... ও আমার মন ভালা না যেই নারী গোসল দিয়া চুল দিলো ঝাড়া, হায়রে যেই নারী গোসল দিয়া চুল দিলো ঝাড়া। এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া সখী গো.....ও আমার মন ভালা না (২) এক জাতের নারী আছে লম্বা কালো চুল, হায়রে এক জাতের নারী আছে লম্বা কালো চুল। সেই নারী ঘরে ফুটায় বছর বছর ফুল। হায়রে পিরিত রতন পিরিত যতন পিরিত বড়ই ল্যাড়া (৪) হায়রে পিরিত কইরা মইরা গেছে ময়মনসিংহের বেডা। সখী গো.... ও আমার মন ভালা না । (২) আখ ক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, হায়রে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস । সখী গো.......ও আমার মন ভালা না কালার সাথে প্রিরিত কইরা সুখ পাইলাম না সখী গো..... ও আমার মন ভালা না (২) জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

প্রতিদিন সুস্থ থাকার জন্য যা যা করলে ভাল হয়:-

Image
1. দৈনিক একটি করে আপেল খান,      ডাক্তারের কাছে যেতে হবে না।   2.দৈনিক ৫টি করে বাদাম খান,     ক্যান্সারে কোনো আশংকা থাকবে না। 3.দৈনিক একটি করে লেবু খান,    শরীরে কোন ফ্যাট থাকবে না। 4.দৈনিক এক গ্লাস করে খাটি গরুর দুধ খান,    ত্বকের কোনো সমস্যা হবে না। 5.দৈনিক ৪টি করে খেজুর খান,    শরীর কখনো দুর্বল হবে না। 6.দৈনিক ৪৫ মিনিট ব্যায়াম করুন,    মনে কোনো টেনশন থাকবে না। 7.দৈনিক ৮ ঘন্টা ঘুমান,    সতেজ থাকুক আর আনন্দে থাকুক।                                                   [সংগৃহীত]  কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়--   জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া

Image
গানের নামঃ ওরে নীল দরিয়া কন্ঠঃ প্রয়াত আব্দুল জব্বার--সুরকারঃ আলম খান--গীতিকারঃ মুকুল চৌধুরী ছায়াছবিঃ সারেং বউ ""ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দুরে থুইয়া, মরি আমি ধড়-ফড়াইয়া,রে দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধূয়া হায়রে কি জানি কি করে ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ভিড়াইয়া বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া ওরে সাম্পানের নাইয়া হইয়া আমি দেশান্তরী দেশ-বিদেশে ভিড়াই তরী,রে নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে বন্দরে বন্দরে আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে সারেঙ বাড়ির ঘরে এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা একলা ঘরে মন বধূয়া আমার আমার রইছে পন্থ চাইয়া ওরে নীল দরিয়া...আ..........""   Click জীবন মানেই তো যন্ত্রনা-বাউল সালাম

জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না............

Image
 পাঠালেন যে নিয়তি.......                             তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না।। জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না।। জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধয় শেষ হবে না।। জীবনে আসে কত ভাল আর মন্দ, জীবনে আসে কত দ্বিধা আর দন্ধ জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধয় শেষ হবে না।।। একটি জীবন করে অন্যটির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালবাসা মনের আশা মনে রইল, কেন জানিনা জীবন মানেই তো যন্ত্রনা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না।। জীবণ টারে দিতে গিয়ে, প্রেমেরই ফাগুন বিনিময়ে পেয়েছি গো বুক ভরা আগুন কয় সালামে তিলে তিলে আর মারিস না জীবন মানেই তো যন্ত্রণা  বেচে থাকতে বোধয় শেষ হবে না।। পাঠালেন যে নিয়তি....... তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না।। জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না।।           ...

কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার............

Image
কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো......... কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। যার জন্য ঘর বানাইলাম সে রাখল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে।। প্রানটা আমার ছটপট করে বুকে হাহাকার, ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। শিকল কাটা পাখির মত উড়িয়া যে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো।। জাতের কুলে দাগ লাগাইলো জাতের কুলে কালি দিল কান্না হইল সার,, ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। যার জন্য সব হারাইলাম সেই রাখলো না মনে, কার জন্য যে এত ব্যথা সইলাম এ জীবনে।। কেদে কয় জীবন দেওয়ানে সুখের জীবন তার.....। ভালবাসার ময়না পাখি এখন জানি কার।। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে তুলবেন

কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়

Image
কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায় তুমি ভূলে যাবে আমায় আমি প্রজাপতি আকা এই চিঠিটি পেয়েছি আমি চেয়েছি তুমাকে এই চিঠিটি চেয়েছি মন ভেঙ্গে পড়ে ব্যথায় কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায় এত বড় পৃথীবিতে তুমি ছাড়া আমি একা  আমি বাচবো কি করে গো ও ও ও না পেলে তুমার দেখা কেন নেবে তুমি বিদায় কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায় [শিল্পী: দেবাশীষ দাস গুপ্ত]