কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়--

আজকে আমরা জানব কি খাবার খেলে মোটা হওয়া যায়
চলুন তাহলে জেনে নেওয়া যাক মোটা হওয়ার উপায় গুলো:-
কি খাবার খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়--
  • যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং সঠিক ভাবে নিয়মিত ভাল ঘুমাতে পারেন তবে আপনার স্বাস্থ্য মোটা হতে শুরু করবে।
  • না ঘুমালে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারবে না, তাই রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ুন এবং বেশী রাত জাগার অভ্যাস ত্যাগ করুন।
  • একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার খাবার খান, সকালে ঘুম থেকে উঠেই এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। সকালে অধিক পরিমাণ খেতে পারেন তাহলে সারাদিনের এনার্জি ধরে রাখবে।
  • আমিষ জাতীয় খাবার যেমন, মাছ, মাংস, দুধ, পনির, ডিম, ছোলা, ডাল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন।
  • ফাস্ট ফুড জাতীয় খাবার খেতে পারেন, সফট ড্রিংকস বা এনার্জি ড্রিংকস অথবা ফ্যাটি জাতীয় খাবার খেলে দ্রুত মোটা হবেন, তবে পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিলে বন্ধ করুন।
  • ফ্যাটি খাবার যখন খাবেন তখন প্রচুর পানি পান করুন কারণ পানির বিকল্প কিছুই নেই।
  • টেনশন মুক্ত থাকুক, রেগুলার ব্যায়াম করুন, ব্যায়াম করলে ক্ষুধা বাড়বে আর ক্ষুধা বাড়লে খেতে মন চাইবে।
  • প্রচুর পরিমাণে ফলের রস খেতে হবে, ফলের রসে ক্যালরী পাওয়া যায়।
  • বেশী করে ক্যালরী যুক্ত খাবার খান, রুটি খাবেন না, ভাতের মাড় খেতে পারেন এতে প্রচুর ক্যালরী পাওয়া যায়
  • জেলি দিয়ে পাউরুটি খান
  • প্রতিদিন মাখন, ১০০ গ্রাম বাদাম প্রয়োজনে ২৫০গ্রাম দুধ খান।
  • প্রতিদিন ২টি করে ডিম খান, চা কফি আপাতত খাবেন না আর কখনোই খাবার বাদ দিবেন না খাবার বাদ দিলে কাঙ্খিত ফল পাবেন না।
  • তিন বেলা খাওয়ার সাথে সাথে বিকালে হালকা নাস্তা করবেন ব্যায়াম করবেন তবে বেশী ব্যায়াম করবেনা  
বিঃদ্রঃ- অবশ্যই সকল ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন।
(সংগৃহীত) 
কোন মতামত থাকলে কমেন্ড বক্সে জানাবেন।

হারানো NID তুলবেন যেভাবে

 জনপ্রিয় গানের সম্পুর্ণ Lyris দেখতে এই লিংকে ক্লিক করুন https://zembd.blogspot.com/2019/12/ami-sunechi-sedim-naki.html
Brokli kawar upokaritha
সুস্থ থাকার জন্য যে নিয়ম মেনে চলবেন 

Comments

Post a Comment

thanks for visit

Popular posts from this blog

নির্বাচন কমিশন বিষয়ক কয়েকটি mcq প্রশ্ন

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া

জাতীয় পরিচয়পত্র/Nid Card হারানো/স্থানান্তরিত আবেদন এবং উত্তোলন এখন আরও সহজ!!!