সাম্প্রতিক বিষয় সমূহ নিয়ে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন---------General Knowledge
পদ্মা সেতু বিষয়ক প্রশ্ন
কোন তথ্য পরিবর্তন বা আপডেট হলে অথবা ভূল পরিলক্ষিত হলে দয়াকরে কমেন্টে জানাবেন সংশোধন করা হবে।
০১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উত্তর : ২০১৮ সালের ডিসেম্বরে।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
কম্পিউটার বিষয়ে জানতে এখানে ক্লিক করুন MCQ Question For Computer
মেট্রোরেল বিষয়ক প্রশ্ন
বিদ্রঃ মেট্রোরেল বিষয়ক প্রশ্নের সমাধান উক্ত অংশের শেষে দেয়া আছে।
১. মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?
ক. ৩০ মার্চ, ২০২১ খ. ৩১ মার্চ, ২০২১
গ. ১৮ মার্চ, ২০২১ঘ. ২৬ মার্চ, ২০২১
২. মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র
গ. জাপান ঘ. তাইওয়ান
৩. কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?
ক. মোংলা বন্দর খ. চট্টগ্রাম বন্দর
গ. পায়রা বন্দর ঘ. কক্সবাজার বন্দর
৪. দক্ষিণ এশিয়ায় লিঙ্গবৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. নেপাল
গ. ভুটান
ঘ. বাংলাদেশ
৫. বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
ক. জাতিসংঘ
খ. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)
গ. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
ঘ. সেন্টার ফর হেলথ অ্যান্ড জেন্ডার ইকুইটি
৬. সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?
ক. আকবর আলি খান
খ. মোহাম্মদ ইউনুস
গ. ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ
৭. সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?
ক. অধ্যাপক শাহরিয়ার আলম
খ. অধ্যাপক রায়হান আহমেদ
গ. অধ্যাপক হারুন-অর-রশিদ
ঘ. অধ্যাপক রফিকুল ইসলাম
৮. সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?
ক. যুক্তরাষ্ট্র
খ. ব্রাজিল
গ. ইকুয়েডর
ঘ. আর্মেনিয়া
৯. কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?
ক. নকিয়া
খ. এইচটিসি
গ. শাওমি
ঘ. মটোরোলা
১০. দেশে এখন পর্যন্ত কতটি স্টার্টআপকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে?
ক. ১৭২টি
খ. ১৭০টি
গ. ১৮৭টি
ঘ. ১০৯টি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১১. মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?
ক. চীনের গ্র্যান্ড খাল
খ. সুয়েজ খাল
গ. গ্রিসের করিন্থ খাল
ঘ. কোনোটিই নয়
১২. আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার কত?
ক. ৩৮ শতাংশ
খ. ৩৫ শতাংশ
গ. ৪২ শতাংশ
ঘ. ৩৪ শতাংশ
১৩. ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?
ক. ১ হাজার ৬৪২ জন
খ. ১ হাজার ৫০৯ জন
গ. ১ হাজার ২০০ জন
ঘ. ১ হাজার ৯০৮ জন
১৪. ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
ক. ৭০ ডলার
খ. ২১ ডলার
গ. ৯৮ ডলার
ঘ. ৪৫ ডলার
১৫. কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?
ক. ২০৩১ সাল
খ. ২০৪১ সাল
গ. ২০৫০ সাল
ঘ. ২০৭১ সাল
১৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ নামে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করেছে—
ক. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
খ. বাংলা একাডেমি
গ. বাংলাদেশ আওয়ামী লীগ
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭. বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশের বেশি পণ্য পরিবহন হয় কোন খাল দিয়ে?
ক. চীনের গ্র্যান্ড খাল
খ. সুয়েজ খাল
গ. গ্রিসের করিন্থ খাল
ঘ. কোনোটিই নয়
১৮. সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?
ক. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর
খ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর
গ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি
ঘ. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর
১৯. সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায়। জাহাজটির নাম কী?
ক. এভার গ্রিন
খ. এভার গিভেন
গ. সুইজ জায়ান্ট
ঘ. কুইন ম্যারি
২০. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষাকার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে?
ক. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়
গ. গাজীপুর বিশ্ববিদ্যালয়
ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন
২১. যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্প্রতি কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের যে গোপন শিবিরটি বন্ধ করে দিয়েছে, তার নাম কী?
ক. সেভেন্থ ক্যাম্প
খ. ক্যাম্প সিক্স
গ. ক্যাম্প-সেভেন
ঘ. সিক্রেট ক্যাম্প
২২. আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)
খ. সাউথ ইস্ট ব্যাংক
গ. ব্র্যাক ব্যাংক
ঘ. ডাচ-বাংলা ব্যাংক
২৩. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
ক. ৬ এপ্রিল
খ. ৮ এপ্রিল
গ. ৪ এপ্রিল
ঘ. ৭ এপ্রিল
২৪. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য অভিহিত করে সে দেশের কোম্পানিগুলোকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং একটি হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. যুক্তরাজ্য
২৫. সংবিধান সংশোধনীর ফলে কোন রাষ্ট্রপ্রধানের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত?
ক. ভ্লাদিমির পুতিন
খ. জো বাইডেন
গ. নরেন্দ্র মোদি
ঘ. কোনোটাই নয়
সঠিক উত্তর
১. ৩১ মার্চ, ২০২১
২. জাপান
৩. মোংলা বন্দর
৪. বাংলাদেশ
৫. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)
৬. আকবর আলি খান
৭. অধ্যাপক হারুন-অর-রশিদ
৮. ব্রাজিল।
৯. শাওমি
১০. ১৭০টি
১১. গ্রিসের করিন্থ খাল
১২. ৩৮ শতাংশ
১৩. ১ হাজার ৬৪২ জন
১৪. ৭০ ডলার
১৫. ২০৪১ সালে
১৬. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
১৭. সুয়েজ খাল
১৮. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর
১৯. এভার গিভেন (জাপানি মালিকানাধীন)
২০. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
২১. ক্যাম্প-সেভেন
২২. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)
২৩. ৭ই এপ্রিল
২৪. যুক্তরাষ্ট্র
২৫. ভ্লাদিমির পুতিন
বাংলাদেশ ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
১. বাংলাদেশ কত সালে ওয়ানডে/একদিনের ক্রিকেটে
মর্যাদা লাভ করে?
উত্তর: ১৯৯৭ সালে।
২. বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ
করে?
উত্তর: ২০০০ সালে।
৩. বিসিসিবি–বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত
সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে।
৪. বিসিসিবি–বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর
বর্তমান নাম কি?
উত্তর: বিসিবি–বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৫. বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট
ম্যাচ কখন কার সাথে জয়লাভ করে?
উত্তর: ১৯৯৮ সালের ১৬ মে কেনিয়ার সাথে।
৬. ১৯৯৭ সালে ICC চ্যাম্পিয়ান হয় কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
৭. বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
উত্তর: ভারতের সাথে।
৮. বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন?
উত্তর: নাঈমুর রহমান দুর্জয়।
৯. ২০১৬ সালের এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত
হয়?
উত্তর: বাংলাদেশে।
১০. বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে ?
উত্তর: আশরাফুল(বাংলাদেশ)।
১১. বাংলাদেশ প্রথম টেস্ট জয়লাভ করে কোন দেশের
বিপক্ষে?
উত্তর: জিম্বাবুয়ের সাথে।
১২. টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কততম সদস্য দেশ
হিসাবে যুক্ত হয়?
উত্তর: ১০ম।
১৩. বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে
ছিলেন?
উত্তর: শামীম কবির।
১৪. আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথম
অংশগ্রহণ করে কবে?
উত্তর: ১৯৭৩ সালে।
১৫. বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কোন ক্রিকেটার এক
ইনিংসে ১০ উইকেট এবং সেঞ্চুরির রেকর্ড করেন?
উত্তর: সাকিব আল হাসান।
১৬. একদিনের অভিষেক ম্যাচে এ বাংলাদেশের কোন
ক্রিকেটার ৫টি উইকেট নেন?
উত্তর: তাসকিন।
১৭. আইসিসি ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে
বিশ্ব একাদশে স্থান পায় বাংলাদশের কোন উদীয়মান ক্রিকেটার?
উত্তর: মুস্তাফিজুর রহমান।
১৮. ক্রিকেট বিশ্বের ইতিহাসে অভিষেকের টানা দুই
ম্যাচে সর্বোচ্চ উইকেটদারী ক্রিকেটার কে?
উত্তর: মুস্তাফিজুর রহমান।
১৯. বাংলাদেশ কত সালে বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক
ঘটে?
উত্তর: ১৯৯৯ সালের ১৭ মে ।
২০. বাংলাদেশের কোন ক্রিকেটার বিশ্বকাপ ক্রিকেটে
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন?
উত্তর: মিনহাজুল আবেদিন নান্নু।
২১. বাংলাদেশের কোন ক্রিকেটার বিশ্বকাপ ক্রিকেটে
প্রথমবারের মতো সেঞ্চুরি করেন?
উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ।
২২. বাংলাদেশ আইসিসি’র সদস্য পদ লাভ করে
কখন?
উত্তর: ২৬ জুলাই ১৯৭৭ সালে।
২৩. বাংলাদেশের মহিলা ক্রিকেটের যাত্রা শুরু হয়
কত সালে?
উত্তর: ২০০৮ সালের ২৩ মার্চ।
ক্রিকেট খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞান:
১. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে?
উত্তর: ইংল্যান্ড।
২. ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত কোন দেশ?
উত্তর: ইংল্যান্ড।
৩. ক্রিকেট ব্যাট তৈরি হয় কোন গাছের কাঠ থেকে?
উত্তর: উইলো গাছ।
৪. ক্রিকেট বলের ন্যূনতম ব্যাস কত?
উত্তর: ৭.১৩ cm.
৫. ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর: ৯৬.০ সেমি.১০.৮ সেমি।
৬. ICC এর পূর্ণরূপ কি?
উত্তর: International Cricket council.
৭. ICC এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
৮. কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
উত্তর: ১৮৭৭ সালে।
৯. কোন ক্রিকেট দল সবচেয়ে বেশি ICC ক্রিকেট
বিশ্বকাপ শিরোপা জিতেছে?
উত্তর: অস্ট্রেলিয়া(৫ টি বিশ্বকাপ শিরোপা জিতেছে।)
১০. প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কখন শুরু
হয়েছিল?
উত্তর: ১৯৭৫ সালে।
১১. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর কনিষ্ঠতম খেলোয়াড়
কে?
উত্তর: মুজিব উর রহমান(আফগানিস্তান)
১২. প্রথম বিশ্বকাপের অফিসিয়াল নাম কী ছিল?
উত্তর: প্রুডেনশিয়াল বিশ্বকাপ।
১৩. কোন দেশটি সবচেয়ে বেশিবার আইসিসি বিশ্বকাপ
আয়োজন করেছে?
উত্তর: ইংল্যান্ড(৫ বার)।
১৪. বার্মি আর্মি কি?
উত্তর: ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক দল।
১৫. একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: পাকিস্তানের জালাল উদ্দিন।
১৬. কোন ক্রিকেটার ‘অক্সফোর্ড ব্লু’ ছিলেন?
উত্তর: ইমরান খান।
১৭. শচীন টেন্ডুলকার টেস্টে অভিষেক হয় কত সালে?
উত্তর: ১৯৮৯।
১৮. ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয়
ক্রিকেটার কে?
উত্তর: শচীন টেন্ডুলকার।
১৯. একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা
প্রথম ব্যাটসম্যান কে?
উত্তর: শচীন টেন্ডুলকার।
২০. ‘বোম্বাই বোম্বার’ কোন আন্তর্জাতিক
ক্রিকেটারেরকে এই নামে ডাকে?
উত্তর: শচীন টেন্ডুলকার।
২১. ভারতের সর্বোচ্চ সম্মান পদবী পেলেন বিশ্বের
একমাত্র ক্রিকেটার কে?
উত্তর: শচীন টেন্ডুলকার।
২২. বিশ্বকাপে হ্যাটট্রিক নিয়েছেন প্রথম খেলোয়াড়?
উত্তর: ভারতীয় খেলোয়াড় চেতন শর্মা, নিউজিল্যঅন্ডের
বিপক্ষে।
২৩. প্রথম কোন খেলোয়াড় যিনি হ্যাটট্রিক নিয়েছিলেন
এবং তার পরের বলেও আরেকটি উইকেট নিয়েছিলেন (৪ বলে ৪ উইকেট)?
উত্তর: লাসিথ মালিঙ্গা(শ্রীলঙ্কা)। ২০০৭ সালে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে।
২৪. কোন বোলার তার বোকা অ্যাকশন এবং মারাত্মক
ইওকারদের জন্য সবচেয়ে বিখ্যাত?
উত্তর: লাসিথ মালিঙ্গা(শ্রীলঙ্কা)।
২৫. প্রথম কোন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ১০,০০০
রান পূর্ণ করেছেন?
উত্তর: সুনীল গাভাস্কার।
২৬. টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট
শিকারকারী কে?
উত্তর: মুথিয়া মুরালিধরন(শ্রীলঙ্কা)।
২৭. ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
২৮. অ্যাশেজ ক্রিকেট সিরিজ কোন দুই দেশের মধ্যে
খেলা হয়?
উত্তর: অস্টেলিয়া এবং ইংল্যান্ড।
২৯. ‘অ্যাশেজ’ কথাটি কোন খেলার সাথে জড়িত?
উত্তর: ক্রিকেট।
৩০. বিখ্যাত ক্রিকেট বই ‘ক্রিকেট মাই স্টাইল’
রচয়িতা কে?
উত্তর: কপিল দেব।
৩১. কোন পুরস্কারকে ‘অস্কার অফ ক্রিকেট’ বলা হয়?
উত্তর: আইসিসি পুরস্কার।
৩২. কোন ক্রিকেটার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে
পরিচিত?
উত্তর: শোয়েব আখতার।
৩৩. বিখ্যাত বই ‘আইডলস’ রচয়িতা কে?
উত্তর: সুনীল গাভাস্কার।
৩৪. কোন ম্যাগাজিনকে ‘ক্রিকেটের বাইবেল’ বলা হয়?
উত্তর: উইজডেন।
৩৫. অন্ধ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে
২ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে কোন দেশ?
উত্তর: ভারত।
৩৬. হ্যাটট্রিক কি?
উত্তর: একজন বোলার টানা ৩ বলে ৩ উইকেট নেওয়াকে
হ্যাটট্রিক বলে।
৩৭. প্রথম টেস্ট কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৮৭৭ সালে, মেলবোর্ন।
৩৮. বিশ্বের প্রাচীনতম ক্রিকেট ক্লাব কোনটি?
উত্তর: MCC/এমসিসি(মেরিলেবোন ক্রিকেট ক্লাব), লন্ডন।
marylebone-cricket-club.
৩৯. কোন আম্পায়ার তার অস্বাভাবিক সিগন্যালিং
স্টাইলের জন্য সবচেয়ে বেশি পরিচিত?
উত্তর: বিলি বোডেন।
৪০. সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটে শচীন
টেন্ডুলকারের সর্বোচ্চ রান কত ছিল?
উত্তর: ২৪৮*।
৪১. দ্বিতীয় ব্যাটিংয়ের সময় সর্বাধিক ওয়ানডে
সেঞ্চুরি কার?
উত্তর: বিরাট কোহলি।
৪২. আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় শচিন
টেন্ডুলকারের বয়স কত ছিল?
উত্তর: ১৬।
৪৩. প্রথম শ্রেণির ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত
স্কোরের রেকর্ডটি কার?
উত্তর: ব্রায়ান লারা।
৪৪. সর্বাধিক টেস্ট ম্যাচে আম্পায়ার কে করেছেন?
উত্তর: স্টিভ বাকনর।
৪৫. ২০১৫ সালে প্রথমবারের-নাইট টেস্টে কে
প্রতিযোগিতা করেছিলেন?
উত্তর: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
৪৬. কোথায় এবং কখন ব্রায়ান লারা টেস্ট ইনিংসে
৪০০* রান করেছিলেন?
উত্তর: সেন্ট জনস, ২০০৪।
৪৭. টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় কত?
উত্তর: ৯৫২।
৪৮. এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ সফল রান তাড়া কত?
উত্তর: ৪৩৮।
৪৯. দীর্ঘতম রেকর্ড করা টেস্ট ম্যাচটি কত দিন
স্থায়ী হয়েছিল?
উত্তর: ৯ দিন।
৫০. টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সেরা বোলিং
ফিগারস কে?
উত্তর: অজন্তা মেন্ডিস।
৫১. বিশ্ব টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত
স্কোর কার?
উত্তর: ব্রেন্ডন ম্যাককালাম।
৫২. জ্যাক ক্যালিস কোন বছর তার শেষ আন্তর্জাতিক
ম্যাচটি খেলেন?
উত্তর: ২০১৪ সালে।
৫৩. টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে
বেশি ম্যাচ খেলেছেন কে?
উত্তর: শোয়েব মালিক।
৫৪. বিগ ব্যাশ/Big Bash লীগ কোন দেশে অবস্থিত?
উত্তর: অস্ট্রেলিয়া।
৫৫. ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে কোন খেলোয়াড়
সর্বাধিক উইকেট নিয়েছেন?
উত্তর: মিশেল স্টার্ক।
৫৬. লর্ডসের ক্রিকেট গ্রাউন্ড প্রতিষ্ঠিত হয় কোন
সালে?
উত্তর: ১৮১৪ সালে।
৫৭. ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপটি কোন কোন দেশ
আয়োজন করেছে?
উত্তর: নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
৫৮. ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন কোন দেশে
অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
৫৯. কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ
ব্যক্তিগত রান করেছেন?
উত্তর: রোহিত শর্মা।
৬০. কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে দ্রুততম
সেঞ্চুরি করেছিলেন?
উত্তর: এ বি ডি ভিলিয়ার্স।
৬১. কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দ্রুততম
সেঞ্চুরি করেছিলেন?
উত্তর: ব্রেন্ডন ম্যাককালাম।
৬২. ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবটি কোন
শহরে অবস্থিত?
উত্তর: ডার্বি।
৬৩. কোন জাতীয় দলকে “ব্যাগি গ্রিনস” বলা হয়?
উত্তর: অস্ট্রেলিয়া।
৬৪. ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবটি কখন
প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮২।
৬৫. খেলার কত মিনিট আগে আম্পায়ারদের মাঠ অবস্থান
করা উচিত?
উত্তর: ৫ মিনিট।
৬৬. প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে ম্যান অফ
দ্য ম্যাচ কে ছিলেন?
উত্তর: ইংল্যান্ডের জন এডরিচ।
৬৭. প্রথম ওয়ানডেতে দু’জন আম্পায়ারের নাম কি?
উত্তর: টিএফ ব্রুকস এবং ল রোয়ান।
৬৮. কোন ইংরেজ ক্যাপ্টেন একজন বিখ্যাত বেহালাও
ছিলেন?
উত্তর: টনি লুইস।
৬৯. অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তর: ডেভ গ্রেগরি।
৭০. টেস্টের প্রতিটি ইনিংসে তিনবার সেঞ্চুরি করা
একমাত্র ব্যাটসম্যান কে?
উত্তর: সুনীল গাভাস্কার।
৭১. পাঁচটি ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করা একমাত্র
ক্রিকেটারের নাম কি?
উত্তর: এভারটন উইকস।
৭২. লর্ডসে হ্যাটট্রিক তৈরি করা প্রথম বোলার কে?
উত্তর: জর্জ গিফেন।
৭৩. ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দল জয়ী হয়েছে?
উত্তর: ভারত।
৭৪. ভারতে সফরকারী প্রথম দল কোনটি?
উত্তর: ইংল্যান্ড, ১৮৮৯-৯০.
৭৫. লর্ডসের ক্রিকেট মাঠের সক্ষমতা কত?
উত্তর: ৩০, ০০০।
৭৬. ক্রিকেটে ২০১৭ সালে ১১তম ও ১২তম দেশ হিসাবে
টেস্ট মর্যাদা পায় যথাক্রমে কোন দেশ?
উত্তর: আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
৭৭. কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
উত্তর: ১৮৭৭ সালে।
৭৮. ক্রিকেট খেলায় নো-বলে কোন আউট হয়?
উত্তর: রান আউট।
৭৯. ’বোল্ড আউট’ – এর ইংরেজি বানান কি?
উত্তর; Bowled out.
৮০.ক্রিকেটে এলবিডব্লু অর্থ কি?
উত্তর: লেগ বিফোর উইকেট
কম্পিউটার বিষয়ে জানতে এখানে ক্লিক করুন
সমাপ্ত
Comments
Post a Comment
thanks for visit