MCQ question Computer for All JOBS

কম্পিউটার বিষয়ক কয়েকটি MCQ Question

১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র।

২। আধুনিক কম্পিউটারের জনক কে?

-জন ভন নিউম্যান

৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত

দুই প্রকার

৪। LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display.

৫। PC অর্থ কী? – Personal Computer.

৬। CPU কী? -Central Processing Unit

৭। 1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte.

৮। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন

৯। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom

১০। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা

১১। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?

– স্টিভ চ্যাল ও জাভেদ করিম

১২। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?

– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

১৩। ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল

১৪। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর

১৫। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার

১৬। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস

১৭। কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-Output System

১৮। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা

হয়? -মাদারবোর্ড

১৯। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি

২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-

-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ

২১। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- -চীন

২২। IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004

২৩। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯

সালে

২৪। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার

২৫। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা

২৬। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকেু হয়?

-১৯৯৬ সালের ৪ জুন

২৭। কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে? -হ্যাস চিহ্ন

২৮। ওয়েব অর্থ কি?- – জাল

২৯। মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার

৩০। অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? –ইন্টারনেট

৩১। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা

৩২। মাউস ক্লিক বলতে কি বুঝায়?

– মাউসের বাম বোতামে চাপা

৩৩। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? –

Compute

৩৪। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের

৩৫। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়- -প্রেজেনটেশন

৩৬। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়। –

পেনড্রাইভ

৩৭। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয়

৩৮। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ

৩৯। অপারেটিং সিষ্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি

৪০। Find কমান্ড থাকে কোন মেনুতে? -Edit

৪১। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-

-ফন্ট ডায়লগ বক্সে

৪২। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে

সফ্টওয়্যার- – প্রাণ

৪৩। কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে–কম

৪৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ

দিতে হয়। -বোতামে

৪৫। কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন

করেন? -১৯৭১ সালে

৪৬। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট

৪৭। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা

৪৮। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? –

মাল্টিমিডিয়া

৪৯। কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে? -ন্যানো

সেকেন্ড

৫০। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? –

গণিতবিদ

৫১। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা 

৫২। মাইক্রো শব্দের অর্থ কি? -ক্ষুদ্রাকার

৫৩। নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? -কীবোর্ডের ডান

দিকে।

৫৪। সফ্টওয়্যারের অমত্মর্ভূক্ত নয় কোনটি? -মনিটর

৫৫। ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়ামত্ম নির্দেশ হল- -Copy

৫৬। একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? -ডেটাবেজ

৫৭। পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- -প্রেজেন্টেশন

৫৮। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি

সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল

৫৯। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে

উন্নতমানের

প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার

৬০। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি

তৈরী? -ইন্টেল

৬১। BOL কি?- Bangladesh Online Limited.

৬২- অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি

৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে

৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ

হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে

৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা

৬৬। উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- -১৯৯৫ সালের ২৫

সেপ্টেম্বর

৬৭। জন্ম তারিখ হলো একটি- ফিল্ড

৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ

বক্সে

৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে

সফটওয়্যার- -প্রাণ

৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম

৭১। Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit

৭২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী?

-সমস্যার সমেত্মাষজনক সমাধান

৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -ড. স্টিবিজ

৭৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ

দিতে হয়?-বোতামে

৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম

কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম

৭৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে

রক্ষা করা হয় তাকে কি বলে?

-এন্টিভাইরাস

৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি

বলে? -লজিক বোর্ড

৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে

কে?-মডেম

৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট

৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?-

স্প্রেডশিট

৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?

সফটওয়্যার

৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড

৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার

৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? –   তথ্য

 

***কোন তথ্য ভূল মনে হলে সঠিক তথ্যটি কমেন্টস বক্সে জানালে উপকৃত হব

 

নির্বাচন কমিশন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন


Comments

Popular posts from this blog

নির্বাচন কমিশন বিষয়ক কয়েকটি mcq প্রশ্ন

জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধ হয় শেষ হবে না............