আজ আমরা আলোচনা করব জাতীয় পরিচয়পত্র এক এলাকা হতে অন্য এলাকায় স্থানান্তর করবেন কিভাবে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন প্রয়োজনে চাকুরী, ব্যবসা, পিতার মাতার চাকুরী, বিবাহ সহ অন্যান্য অনেক কারণে নিজ এলাকার বাহিরে অর্থাৎ অন্য স্থানে ভোটার হয়েছি। স্পষ্ট ভাবে যাকে বুঝায় আপনি সে এলাকার ঠিকানায় আইডি কার্ড পেয়েছেন। তাই আপনি যখন নিজ এলাকায় (উপজেলায়) বসবাস করতে শুরু করেছেন তখন আপনার বিভিন্ন প্রয়োজনে অর্থাৎ ভোট প্রদান, ব্যাংকে একাউন্ট খোলা, ছেলে-মেয়েদের ভর্তি করানো, জমি কেনাবেচাসহ বিভিন্ন দাপ্তরিক ও অন্যান্য কারনে নিজ এলাকার ভোটার হওয়ার বা নিজ ঠিকানায় আইডি করার প্রয়োজন পড়ে। তাই অনেকেই নিজ এলাকার ঠিকানায় নতুন করে নিবন্ধন করে ভোটার হওয়ার জন্য উদ্ধুত হয়ে পড়েন, একেত্রে যা হয় আপনার পূর্বের একটি আইডি কার্ড থাকার কারণে দুটো কার্ডই আপনার ডুপ্লিকেট হয়ে একটি অথবা ক্ষেত্র বিশেষে দুটো কার্ডই বাতিল হয়ে যায়। তাই আপনার উচিত হবে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে যাবতীয় তথ্য জেনে আপনার আইডি কার্ডটি স্থানান্তর করে নিয়ে আসা এবং এটি ই হল সঠিক সিদ্ধান্তঃ *** তার আলোকে আমরা আপনাকে ধারণা দেব কিভ...