জাতীয় পরিচয়পত্র/Nid Card হারানো/স্থানান্তরিত আবেদন এবং উত্তোলন এখন আরও সহজ!!!

হারানো/ডুপ্লিকেট/স্থানান্তরিত Nid কার্ড আবেদন/উত্তোলনের প্রক্রিয়া জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন? কত টাকা এবং কি কি কাগজ লাগবে হারানো আইডি কার্ড তুলতে? ১. হারানো/ডুপ্লিকেট কার্ড এখন থেকে Nid Web সাইটে প্রবেশ করে নিজেই রেজিস্ট্রেশন করে আবেদন করা যায় আর যাদের বুঝতে অসুবিধে হয় তারা নির্দ্দিষ্ট অফিসে গিয়ে স্বশরীরে জমা দিতে পারবেন। ২. হারানো কার্ড তুলার ক্ষেত্রে: 1. ফি-২৩০টাকা (১ম বার) ভ্যাট সহ (সার্ভিস চার্জ ৬ টাকা প্রযোজ্য) 2. ২য় বার আবেদনের ক্ষেত্রে ৩৪৫ টাকা ভ্যাট সহ (সার্ভিস চার্জ ৬ টাকা প্রযোজ্য) (পরবর্তী একই আবেদনের ক্ষেত্রে পরবর্তীতে প্রতিবার ১০০(একশত) টাকা করে ফি যুক্ত হবে। ) বিঃদ্রঃ এখন থেকে হেড অফিস আগারগাঁও এ জরুরী ফি দিয়ে জরুরী ভিত্তিতে কার্ড তুলার নিয়ম নেই । আবেদনের সাথে যে সকল কাগজ পত্রাদি জমা দিতে হবে: 1. প্রথমত উপজেলা নির্বাচন অফিস হতে একটি ০৬ নং ফরম সংগ্রহ করে তা পূরণ পূর্বক মোবাইল নাম্বার উল্লেখ স্বাক্ষর প্রদান করে জমা দিতে হবে। আবেদনের...