Posts

Showing posts from February, 2020

কে বাশি বাজায় রে_ মন কেন নাচায় রে।।।

Image
কে বাশি বাজায় রে গানের------লিরিক্স লাকি আকন্দ_ছবি: ঘুড্ডি কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রান যে মানে না  কিছুই ভালো লাগে না ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি ঐ বাঁশী কি বিষের বাঁশী তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি সে যে হৃদয় কখন করলো হরণ কিছুই জানি না আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশী বাজায় রে মন কেন নাচায় রে আমার প্রান যে মানে না কিছুই ভালো লাগে না নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোন কাজে নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোন কাজে সে যে চুপিসারে আমায় কেন দেখেও দেখে না

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়---গানের লিরিক্স

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়---গানের লিরিক্স এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে আমায় ভরালে গো বন্ধু ।। বাতাশের কথা সে তো কথা নয় রুপ কথা ঝড়ে তার বাশিতে আমাদের ও মুখে কোন কথা নেই শুধু দুটি আখি ভরে রাখে হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়ত তখন তুমি বলবে। কোন মালা গেথে গলে পরালে গো বন্ধুু।।