Posts

Showing posts from August, 2020

#মোহাম্মদের নাম জপে ছিলি_ইসলামী সঙ্গীত

Image
#মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই আগে।। মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কন্ঠের গান এমন মধুর লাগে । । #ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুইয়েছিলি (২বার) তার কদমের খোশবু আজ ও তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি-------------- #মোর নবীরে লুকিয়ে দেখে তাঁর পেশানীর জ্যোতি মেখে (২বার) ওরে ও চাঁদ, রাঙ্গলী কি তুই গভীর  অনুরাগে। । মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই ---------------- #ওরে ভ্রমর, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, (২) গুনগুনিয়ে সেই খুশী কি জানাস রে গুলবাগে ।। মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই---------------------